______________________________
★ প্রতারক নং ১-
হাফেজ মোঃ আশ্রাফ আল কাদেরী - +91 77972 76440 (Whatsapp)
ঠিকানাঃ কুমিল্লা জেলার চান্দিনা নামক স্থানে।
সে বর্তমানে ইন্ডিয়াতে পলাতক আছে।
★ প্রতারক নং ২-
মোঃ আমজাদ হোসেন শাকিল - 01887016915 (Whatsapp)
ঠিকানাঃ খাগড়াছড়ি জেলার রামগড উপজেলার বাংলা বাজার নামক স্থানে।
সে বর্তমানে দেশে বা দেশের বাহিরে পলাতক আছে।
★ প্রতারক নং ৩-
হাফেজ মোঃ কামরুল ইসলাম মাসুম- 01845122306 (Whatsapp)
ঠিকানাঃ ফেনী।
★ প্রতারক নং ৪-
সানাউল্লাহ- 01845130015 / 01812021528 (Whatsapp)
ঠিকানাঃ ফেনী।
★ প্রতারক নং ৫-
শরিফুল ইসলাম- 01319018899 (Whatsapp)
ঠিকানাঃ ফেনী।
৩,৪ ও ৫ নং প্রতারকরা বর্তমানে ঢাকার উত্তরাতে গাঁ ঢাকা দিয়ে পলাতক আছে।
এই প্রতারকরা www. boardclosing. com নামের একটা ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশের অসংখ্য মানুষের প্রায় ২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে এবং ওয়েব সাইটটি বন্ধ করে দিয়ে তারা এখন লাপাত্তা।যদি কেউ এদেরকে ধরিয়ে দিতে পারেন তাহলে তাকে ১ লক্ষ টাকা (জনপ্রতি) পুরস্কার দেওয়া হবে।
যোগাযোগ-
ইঞ্জিনিয়ার রানা- 01765136348
আব্দুল্লাহ আল মামুন- 01718338519
হেলাল শাহাদাত- 01817050370
শাহাদাত- 01316792774
বিঃদ্রঃ উল্লেখিত ওয়েবসাইটটির মাধ্যমে প্রতারণা করেও তারা দমে যায় নি। তারা প্রতারণার উদ্দেশ্যে নতুনভাবে মার্কেটে আরো কিছু সাইট নিয়ে আসছে। যেমন- www. goodearn24 .com & www. dreamproject25 .com সাইটগুলো। সবাই আশা করি এইসব ফাঁদ থেকে সাবধান থাকবেন এবং পোষ্টটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেরকে ধরিয়ে দিতে সহায়তা করবেন। কারণ আপনার একটি শেয়ারেই উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ।





No comments:
Post a Comment